কোন যাদুকর তাজমহল উধাও করেছিল? কত সালে এটি ঘটে?
=>>তাজমহল উধাওয়ের ঘটনাঃ
সময় তখন ৪ নভেম্বর,২০০০ সাল, পি.সি. সরকার, জুনিয়র নামে এক বিখ্যাত ম্যাজিশিয়ান আগ্রার আস্ত তাজমহলটাকে ২ মিনিটের জন্য অদৃশ্য করে দিয়েছিলন!
![]() |
তাজমহল |
হ্যাঁ।শুনতে অবিশ্বাস্য মনে হলেও,এটাই সত্যি।
পি.সি.সরকাররের সেরা ম্যাজিক, বড় আকারের বস্তুগুলি অদৃশ্য করা।তাজমহল অদৃশ্য করা ছাড়াও তিনি কলকাতার ৩০০ তম বার্ষিকী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অদৃশ্য করেন। এবং ১৯৯২ সালে ভারতে বর্ধমান জংশনে এক বিশাল জনসাধারণের সামনে যাত্রীদের পূর্ণ ট্রেন অদৃশ্য করেছেন।
কিভাবে করেন সেটা আজ পর্যন্ত রহস্যজনকই বটে।ম্যাজিক বলে কথা,রহস্য তো থাকবেই।
পি.সি. সরকার, জুনিয়র (পুরো নাম
প্রদীপ চন্দ্র সরকার) (জন্ম ৩১ জুলাই ১৯৪৬ সাল) একজন কলকাতা , পশ্চিমবঙ্গ ,
ভারতে অবস্থিত একজন ভারতীয় জাদুকর। মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি বিখ্যাত ভারতীয় জাদুকর।
প্রদীপ চন্দ্র সরকার) (জন্ম ৩১ জুলাই ১৯৪৬ সাল) একজন কলকাতা , পশ্চিমবঙ্গ ,
ভারতে অবস্থিত একজন ভারতীয় জাদুকর। মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি বিখ্যাত ভারতীয় জাদুকর।
পি.সি.সরকারের দ্বিতীয় পুত্র। তিনি মার্লিন পুরস্কার লাভ করেন।তার দলের নাম "ইন্দ্রজাল"।
Comments
Post a Comment
আপনার মূল্যবান মতামত প্রদান করুন