৩০ টি জনপ্রিয় লেখকের উপন্যাস || যাদের উপন্যাস পড়লে আপনাকে মুগ্ধ করবে।
৩০ টি জনপ্রিয় লেখকের উপন্যাস ১. কালীপ্রসন্ন সিংহ- হুতোম পেঁচার নকশা ২. প্যারিচাঁদ মিত্র- আলালের ঘরের দুলাল আমার মতে, হুতোম পেঁচা বা আলাল তালিকায় এসেছে সাহিত্যের ইতিহাসের বিবেচনায়। আলাল ফর্মের দিক থেকে প্রি-উপন্যাস। আর হুতোম নকশা বা মিশ্র রচনা। বাংলা উপন্যাসের শুরু দুর্গেশনন্দিনী দিয়ে। ফলে ১ ও ২ বাদ যাওয়া উচিত। ৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- বিষবৃক্ষ, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল বঙ্কিমের উপন্যাস এখনও সুখপাঠ্য এবং সিরিয়াস রচনা। একটা যুগের চিত্র, সাহিত্যি মানসিকতা সেগুলো ধারণ করে। কাব্যগুণেও সেগুলো দারুণ। আমার মতে, বঙ্কিমবাবুর দুর্গেশনন্দিনী-কপালকুণ্ডলা-কৃষ্ণকান্তের উইলের চাইতে বিষবৃক্ষ অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোমাঞ্চের অবাধ প্রবাহ থেকে নেমে বিষবৃক্ষ কিছুটা বাস্তবধর্মী, ফলে অনেকটাই উপন্যাস। ৪. মীর মশাররফ হোসেন- বিষাদসিন্ধু বিষাদসিন্ধু কি উপন্যাস? বহুকাল বাঙালি মুসলমানের ঘরে ঘরে বিষাদসিন্ধু ধর্মগ্রন্থ হিসেবে পঠিত হয়েছে। এটি ধরনের দিক থেকে ইতিহাস। কিন্তু এর কাব্যভাব, কল্পনার অবাধপ্রবাহ ও কাহিনীর প্রতি এর ঝোঁক বিবেচনায় নিলে একে উপন্যাসই বেশি মনে হয়। ৫....