১০ টি বাংলা বই, যা অবশ্যই পড়া উচিত।
👉 কিছু বই আছে যা সর্বজনীন। যা সবাইকেই মুগ্ধ করে।
=>>ব্যথার দান/ কাজী নজরুল ইসলাম-
এই বইটা এতোটাই আমাকে ছুঁয়ে গেছে যে, মনে হচ্ছিল আমার চিন্তাধারার সাথে বেশিরভাগ মানুষেরই মিল হয় না। অথচ প্রিয় কবি সেই কথাগুলাই তুলে ধরেছে। প্রকৃত ভালবাসা কারে বলে তা যেন নতুন করে উপলব্ধি করেছিলাম।
=>>শেষের কবিতা/ রবীন্দ্রনাথ ঠাকুর-
ভালবাসলেই যে পেতে হবে এমন কোন কথা নেই। এটা একদম চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে- এই বই আপনি বার বার পড়লে, একেকবার একেকভাবে উপলব্ধি করবেন।
=>> দূরবীন/ শীর্ষেন্দু মুখোপাধ্যায়-
ব্যস্ত পাঠক হলে এই বইয়ের অন্তত জোড় অধ্যায়গুলো পড়তে পারেন, অর্থাৎ ধ্রুব আর রেমির জীবনের কাহিনী।
=>> আরণ্যক/ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়-
শব্দ চয়ন শিখতে চান? চান, প্রকৃতির বর্ণনা কী করে করতে হয়? কী করে প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে হয়? তাহলেই এই বই।
=>> পদ্মা নদীর মাঝি(১৯৩৬) / মানিক বন্দ্যোপাধ্যায়
আধুনিক বাংলা উপন্যাসের বিশাল আঙ্গিনায় নদীজীবী মানুষদের নিয়ে রচিত প্রথম উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি”। মানিক বন্দ্যোপাধ্যায় আরো বহু উপন্যাস লিখলেও এটিই তাঁর সবচেয়ে বিখ্যাত এবং সেরা উপন্যাস বলে বিবেচিত। উপন্যাসটিতে জেলেদের জীবনের দু:খ-দুর্দশা, প্রকৃতি ও সমাজের সাথে তাদের নিত্য সংগ্রাম, পরস্পরের সাথে সৌহার্দ্য ও রেষারেষি, জীবন থেকে তাদের প্রত্যাশা সবকিছুকেই যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন লেখক। পাশাপাশি মানুষের আদিম প্রবৃত্তিটাও সমান্তরালে ফুটে উঠেছে উপন্যাসে। তিনি তার বামপন্থার আদর্শ ও তুলে ধরতে চেয়েছেন উপন্যাসের একটি চরিত্রের মাধ্যমে।
=>> আদর্শ হিন্দু হোটেল/বিভূতিভূষণ বন্দোপাধ্যায়-
হাজারি ঠাকুরের সাথে নিজের জীবনের মিল পাই।
কয়েদী/ নিমাই ভট্টাচার্য- যে খুনী, সে সাজা পেয়ে জেল থেকে বেরোলেই কি তাকে কেউ বরণ করে নেয়? জানতে হলে এই বই পড়তেই হবে।
=>> ক্রাচের কর্নেল/ শাহাদুজ্জামান-
বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বই। বাংলাদেশের কর্নেল তাহেরের জীবনের মুক্তিযুদ্ধকালীন ও তার পরবর্তী সময়ের জানা-অজানা ঘটনার প্রেক্ষিতে এই বই। মুক্তিযুদ্ধের আরও বই আছে সাথে এটাও জানার জন্যে পড়া উচিত।
=>> হুমায়ূন আহমেদের কিছু বই আছে যা না পড়লে হবে না। মুক্তিযুদ্ধ ভিত্তিক বইগুলা অবশ্যই পড়া উচিত। আর এই উত্তরে যোগ করে দিচ্ছি- বাদশাহ নামদার। আমার প্রিয় একটা বই।
=>>সপ্তপদী/ তারাশঙ্কর বন্দোপাধ্যায়-
ভালবাসার জন্যে ধর্মকে ছেড়ে দেয় অথচ সেই ভালবাসা বিনিময়ে কী দিয়েছে, জানতে হলে মাস্ট রিডিং।
আরও অনেক বই আছে।
tnx for information
ReplyDelete